সোনাক্ষীর গায়ে এত জোর!

শুধু শুটিং করে ছবি মুক্তির দিন ঠিক করে ফেললেই হয় না; প্রমোশনটাও ঠিকঠাক করতে হয়। তেমনই ‘মিশন মঙ্গল’ সিনেমার প্রমোশনের জন্য জড়ো হয়েছিলেন ছবিটির কলাকুশলীরা। আর সেই আড্ডার মধ্যে যা ঘটেছে তা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা। তারপরই সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।
সোনাক্ষীর শেয়ার করা সেই ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, ছবির নায়ক অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা বসে আছেন পাশাপাশি। আর তাদের সঙ্গে রয়েছে ‘মিশন মঙ্গল’ ছবির অন্যান্য অভিনেত্রী বিদ্যা বালান, তাপসি পান্নু এবং নিত্য মেনন। নতুন ছবির বিষয়ে আলোচনা করতে করতে চেয়ারে গা ছেড়ে হেলান দিয়েছিলেন অক্ষয় কুমার। তখনই পাশে বসে থাকা সোনাক্ষী এক ঠেলা দেন অক্ষয়কে। এরপরেই ঘটে ঘটনা!
সোনাক্ষীর হাতের সেই ধাক্কায় চেয়ার থেকে মাটিতে পড়ে যান বলিউডের খিলাড়ি যান অক্ষয়। প্রথমে হকচকিয়ে গেলেও দ্রুতই নিজেকে সামলে নেন বলিউডের ‘খিলাড়ি’। তার এই অবস্থা দেখে সোনাক্ষী, বিদ্যা, তাপসিদের হাসি যেন থামতেই চায় না। আজ শনিবার সোনাক্ষী নিজেই এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই ভিডিও দেখে ভক্তরা বলছেন, ‘বাহ, সোনাক্ষীর দেহে এত জোর!’
সূত্রঃ কালের কণ্ঠ