বাংলাদেশ
আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার জিতেছে বাঁশের স্কুল

ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ কানারচরে অবস্থিত বাঁশের তৈরি ভাসমান স্কুল এ বছর আগা খান স্থাপত্য পুরস্কার লাভ করেছে।
রাশিয়ার কাজানে গত বৃহস্পতিবার পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আর্কেডিয়া ফাউন্ডেশনের ওই প্রকল্প ছাড়াও বাহরাইন, ফিলিস্তিন, রাশিয়া, সেনেগাল ও সংযুক্ত আরব আমিরাতের স্থাপত্যকর্ম পুরস্কার পায়।
আগা খান ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, বিজয়ীরা পুরস্কারের ১০ লাখ মার্কিন ডলার ভাগ করে নেবে। কানারচরের স্কুলটি নিয়ে বলা হয়েছে, প্রান্তিক শিশুদের জন্য বাঁশ, ড্রাম ও দড়ি দিয়ে ভাসমান ওই স্কুলটি নির্মাণ করা হয়।
সূত্রঃ যুগান্তর