স্বাস্থ্য পরামর্শ
হৃদপিণ্ডের ধমনী ব্লক দূরে করনীয়
হৃদপিণ্ডের ধমনী ব্লক দূর করতে মেশিন এবং মেডিসিন ব্যাবহারের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য ও জীবন চর্চা অবশ্যই মানতে হয়। তাহলে এর থেকে প্রতিকার পাওয়া সম্ভব।
ঘরোয়া চিকিৎসাঃ
একটি পাত্রে এক কাপ লেবুর রস, এক কাপ আদার রস, এক কাপ রসুনের রস, এক কাপ আপেল সিডার ভিনেগার নিয়ে ভালো ভাবে মিশিয়ে হালকা জালে আধা ঘণ্টা ফুঁটাতে হবে, যেন মিশ্রণটি চার কাপ থেকে তিন কাপে পরিণত হয়। এরপর মিশ্রণটি ঠাণ্ডা করতে হবে ঠাণ্ডা হয়ে গেলে একটি বোতলে ভরে রাখতে হবে। প্রতিদিন সকালে খাবারের আগে এক চামচ করে খেতে হবে।
এভাবে নিয়মিত খেলে হৃদপিণ্ডের ধমনিব্লচক থেকে অনেকটা প্রতিকার পাওয়া সম্ভব।