নিরাপদে দেশে ফিরলেন ক্রিকেটাররা

পাকিস্তানে প্রথম ধাপের সফর শেষে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মাহমুদউল্লাহ-তামিম ইকবালদের বহনকারী বিমান।
তিন দফা পাকিস্তান সফরের প্রথম দফা শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। প্রথম দফায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল তারা। এর মধ্যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচে ৫ উইকেট ও ৯ উইকেটে স্বাগতিক দলের কাছে হারে তারা। সোমবার তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
সময় ক্ষেপণ না করে প্রথম ধাপের সফর শেষ করে দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। মূলত পাকিস্তানে কড়া নিরাপত্তার মধ্যে ছিল তারা।
ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ওই দফায় মাত্র একটি টেস্ট খেলে আবারও দেশে ফিরবে তারা। এপ্রিলে তৃতীয় ধাপের সফর। ওই সময় বাকি এক টেস্টের আগে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
সূত্রঃ দেশ রূপান্তর