
ঢাকা সিটি নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র মেয়র প্রার্থী ডা: আহাম্মদ সাজেদুল হক রুবেল এর নির্বাচনােত্তর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মিরপুর ২ নং ওয়াইএমসি অডিটােরিয়ামে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারন সম্পাদক মােঃ শাহ আলম, কেন্দ্রীয় সম্পাদক রুহিন হােসেন প্রিন্স, ঢাকা কমিটির সভাপতি মােঃ মােসলেহ উদ্দিন, কেন্দ্রীয় নেতা আসলাম খান, জাহিদ হােসেন খান, সাদেকুর রহমান শামিম,লুনা নূর, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, বৃহত্তর মিরপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তারিক হােসেন মিঠুল, সদস্য সচিব রিয়াজ উদ্দিন সহ প্রমূখ।
সভায় কমরেড সেলিম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির আচরণে জনগণ বিরক্ত, ক্ষুব্ধ। তাদের কর্মকাণ্ডে মানুষ আর আস্থা রাখতে পারছে না। কাস্তে প্রতীকে ভোটের ফলাফলে যে সংখ্যাটা দেখানো হয়েছে, সেটা প্রকৃত সংখ্যা নয়। বাস্তবে এই ভোট আরও বেশি। এই ভোটে সিপিবির শক্তি, জনসমর্থন দুটোই বেড়েছে। মানুষ কমিউনিস্ট পার্টিকে বিরােধী দল হিসেবে দেখতে চায়। সুতারং মানুষের পাশে থেকে মানুষের অধিকারের দাবিতে রাজপথে আন্দােলন সংগ্রাম করার জন্য নেতা কর্মীদের নির্দেশ দেন তিনি।
কমরেড সেলিম আরাে বলেন, টাকার খেলা, পেশিশক্তি এবং অসম প্রতিযোগিতার মধ্যে পুরো নির্বাচনটি হয়েছে। তার মধ্যে সিপিবির ১৫ হাজার ১২২ ভোট অনেক কষ্টের অর্জন। আমাদের একটা একটা করে ভোট অর্জন করতে হয়েছে। ভোটারদের দ্বারে দ্বারে ছুটতে হয়েছে। নিজেদের ভোটের অধিকার আদায় করে নিতে হয়েছে। তার মধ্যেও এই ১৫ হাজার ভোটারকে রুখে দিতে পারেনি ক্ষমতাসীনরা।
মেয়র প্রার্থী ডা: আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেন, আমি জনগনের পাশে থাকবাে বলে জনগন আমাকে বিশ্বাস করে কাস্তে মার্কায় ভােট দিয়েছে। তাদের ভােটের মর্যাদা রক্ষা করাই হবে আমার জন্য নতুন চ্যালেন্জ। তিনি ভােটারদের শুভেচ্ছা জানিয়ে আরাে বলেন, অচিরেই ভােটারদের সাথে মতবিনিময়ের মাধ্যমে নতুন আন্দােলনের কর্মসূচী ঘােষনা করা হবে।
সূত্রঃ নিউজটুডে২৪ ডটনেট