নিম্ন আয়ের মানুষের পাশে বাংলাদেশ যুব ইউনিয়ন

করোনা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ প্রায় ৪০ টি জেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ যুব ইউনিয়ন।
সংগঠনটির উদ্যােগে ৫০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও দেশব্যাপী বিনামূল্যে বিতরণ অব্যাহত রেখেছে। ১ ঢাকা ও সাভারে ১হাজার ৪০ টি পরিবারের ১ সপ্তাহের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ চলছে।
এছাড়া রাজধানীর কাফরুল, মিরপুর, হাতিরঝিল, সূত্রাপুর, কলাবাগান, যাত্রাবাড়ী, বসিলা, গাবতলি, পল্টন, শাজাহানপুর, তেজগাঁও, দক্ষিণখান,আশুলিয়া-সাভার, জনশিক্ষালয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিভিন্ন এলাকায় ১২০০টি জীবাণুনাশক স্প্রে ও তিনশত মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে ও ১৩ হাজার উন্নতমানের মাস্ক তৈরির সামগ্রী দ্রুত তৈরি করার প্রস্তুতি চলছে।
এছাড়া, চলতি সপ্তাহে আরও ১ হাজার পরিবারের ১ সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংগঠনটির এক বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে।
অপরদিকে, নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের বাসায় প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেবার কর্মসূচি অব্যাহত রয়েছে।
হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের জন্য কেন্দ্রীয়ভাবে ঢাকায় পুরানা পল্টনের মুক্তি ভবনে অস্থায়ী ল্যাবরেটরী প্রস্তুত করা হয়েছে। এছাড়া কাফরুল থানা যুব ইউনিয়ন মিরপুর ১০ নম্বরে রাবেয়া কমপ্লেক্স অস্থায়ী ল্যাবরেটরী প্রস্তুত করেছে। এছাড়া, চট্রগ্রাম দক্ষিণ, চাঁদপুর, জামালপুরে নিজস্ব ল্যাবরেটরী স্থাপন করে হ্যান্ড স্যানিটাইজার তৈরি কর্মসূচি পরিচালনা করছে।
জেলা সমূহের নিজস্ব উদ্যোগ ও কেন্দ্রের সহযোগিতায় খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ কর্মসূচি চলছে। নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, পটুয়াখালী, বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, রাজশাহী, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নোয়াখালী, বগুড়া, রংপুর, লক্ষ্মীপুর, গাইবান্ধা, নওগাঁ, পিরোজপুর, বাগেরহাট, দিনাজপুর, পাবনা জেলায় ইতিমধ্যে উদ্যোগ নিয়ে বিতরণ করা হয়েছে।
এছাড়া দেশের অধিকাংশ জেলায় ত্রাণ তৎপরতার উদ্যোগ নেয়া হয়েছে ।
এছাড়া যাদের কাছে সহযোগিতা পৌঁছানো সম্ভব হয়নি এমন অনেককে নগদ অর্থ প্রদান করা হয়েছে, যার পরিমাণ ১৮ হাজার ৫ শত টাকা।