কাশি দিয়ে পুলিশের শরীরে করোনা ছড়ানোর চেষ্টা, আটক ২!

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনার সংক্রমণ ছড়াতে সন্দেহভাজন জিহাদী তার সমর্থকদের ওপর প্রভাব খাটিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অপর অভিযুক্ত ব্যক্তি আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। তাকে প্রতিদিন থানায় গিয়ে হাজিরা দিতে হতো। সে যেখানে সেখানে ইচ্ছাকৃতভাবে কাশি দিয়ে পুলিশ কর্মকর্তাদের শরীরে করোনার সংক্রমণ ঘটাতে চেয়েছিল। ওই ব্যক্তি আগে থেকেই করোনায় আক্রান্ত।
এদিকে, গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তিও নভেল করোনাভাইরাসে আক্রান্ত কি-না তা জানতে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।
ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম এদিনে জেবালি জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় কেবিলি এলাকা থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকারি তথ্য মতে তিউনিসিয়ায় এখন পর্যন্ত কয়েকশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওয়ার্ল্ড ওমিটারের দেওয়া সর্বশেষ তথ্যে দেখা যায় দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৬৪। অপরদিকে মারা গেছে ৩৭ জন। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে ৪৩ জন।
সূত্র- র্যাপলার।