আফগানদের ‘নতুন ঘর’ ওমান

ভারতের দেরাদুন-লখনোকে আফগানিস্তান ক্রিকেট দল ঘরের মাঠ হিসেবে ব্যবহার করেছে। নিজ দেশে ঘরোয়া ক্রিকেট খেললেও আফগান ক্রিকেট বোর্ডকে (এসিবি) ভিন্ন দেশেই আয়োজন করতে হয় আন্তর্জাতিক ক্রিকেট। দেশটি কাবুলে টেস্ট ম্যাচের উপযোগী করে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছে। তবে নির্মাণের পরে নিরাপত্তার প্রশ্নে সেটি স্বীকৃতি পাবে কি-না সেই প্রশ্ন থাকছে।
এসিবি তাই ওই অপেক্ষায় না থেকে ওমানকে ‘নতুন ঘর’ বানানোর পরিকল্পনা নিয়েছে। সোমবার ওমান ক্রিকেট একাডেমিকে টেস্ট ক্রিকেট আয়োজনের স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ওই ভেন্যুতে তাই ফেব্রুয়ারিতে টেস্ট আয়োজন করতে চায় এসিবি। যদিও ওই সময়ে জিম্বাবুয়ে জাতীয় দলের করোনার কারণে সফর অনিশ্চিত।
এসিবির পরিচালক রইস আহমেদজাই বলেছেন, ‘ওমানকে ঘরের মাঠ করার জন্য তাদের দুয়ার আফগানিস্তানের জন্য খোলা। আমরা সেখানে খেলতে প্রস্তুত। কারণ করোনা নিয়ন্ত্রণে ওমান সরকার দারুণ কাজ করেছে। ভবিষ্যতে সব ধরনের ক্রিকেট খেলার জন্য ওমান আমাদের জন্য নতুন ভেন্যু। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের নতুন একটা সুযোগ পেলাম আমরা। ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং এখন ওমানকে তাই ধন্যবাদ।’
মাসকটের আল আমিরাত কমপ্লেক্সে এরই মধ্যে অনেকগুলো আন্তর্জাতিক ওয়ানডে এবং টি-২০ ম্যাচ আয়োজন হয়েছে। এখন সেখনে টেস্ট ক্রিকেট আনুষ্ঠিত হওয়ার পালা। টেস্ট ম্যাচ গড়ালে ওমান হবে আমিরাতের পরে টেস্ট আয়োজন করা দ্বিতীয় মরুর দেশ।
সূত্রঃ সমকাল