কমলো স্বর্ণের দাম

কমেছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে দাম নিম্নমুখী থাকায় দেশেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতের বিবৃতি অনুযায়ী, ভরিতে নতুন করে দাম কমেছে ১ হাজার ৯৮৩ টাকা। অর্থাৎ, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৬৬৭ টাকা। ১৩ জানুয়ারি (আজ) থেকে এই মূল্য কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির বিবৃতিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৭৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫০ হাজার ৪৪৭ টাকায় কেনা যাবে।
বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- বিশ্ববাজারে নিম্নমুখী দাম, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক স্বর্ণবাজারে নজিরবিহীন উত্থান-পতন এবং দেশীয় বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
সাধারণত বাংলাদেশের বাজারে কোন দামে স্বর্ণ বিক্রি হবে, তা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে দাম বৃদ্ধি-হ্রাসের ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করে থাকে তারা। এক্ষেত্রে বিশ্ববাজারের সাপ্তাহিক দামের গড় ভিত্তিতে কী পরিমাণ দাম বাড়বে না কমবে, সে হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্রঃ 24 Live Newspaper