ট্রাম্পকে অযোগ্য ঘোষণার প্রস্তাব অনুমোদন

ডেমোক্র্যাট নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি পরিষদ আনুষ্ঠানিকভাবে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানাতে একটি প্রস্তাব অনুমোদন করেছে। আজ বুধবার এটির অনুমোদন দেয়া হয়েছে।
প্রস্তাবটির মধ্য দিয়ে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আহ্বান জানানো হবে, যেন তিনি সংবিধানের ২৫তম সংশোধনী এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী ২০ জানুয়ারি মেয়াদ শেষ হওয়ার আগেই অযোগ্য ঘোষণা করেন। এটি অনুমোদন করার পক্ষে ভোট পড়েছে ২২৩টি ও বিপক্ষে ২০৫টি।
অবশ্য আগের দিন মঙ্গলবার মাইক পেন্স ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি ট্রাম্পকে অপসারণের পক্ষে নন। অর্থাৎ সংবিধানের ২৫তম সংশোধনী আনার সম্ভাবনা নেই।
সকল ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবটি অনুমোদনের পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন। আর একজন রিপাবলিকান পক্ষে ভোট দেন। বাকি রিপাবলিকান সদস্যরা এটির বিপক্ষে ভোট দিয়েছেন।
হাউস স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘রাষ্ট্রদ্রোহী তৎপরতা’ করেছেন বলে অভিযুক্ত করেন।
তিনি বলেন, আমি পূর্বের স্পিকারকে বলতে শুনেছি যে, আমরা প্রেসিডেন্টের প্রতি আপত্তি করছি। কারণ তিনি যেভাবে তার দায়িত্ব পালন করেন তা আমরা পছন্দ করি না।
সূত্রঃ 24 Live Newspaper