রাশিয়ার সঙ্গে ইরানের যৌথ মহড়া

আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরে দুই দিনব্যাপী যৌথ মহড়া শুরু করেছে ইরান এবং রাশিয়া। মঙ্গলবার থেকে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা এ মহড়া শুরু করে।
সামরিক মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা থানি বলেন, আমাদের স্লোগান ‘সামষ্টিগতভাবে নৌপথে বাণিজ্য নিরপত্তায় সহযোগিতা’। আমরা উত্তর ভারত মহাসাগর ও আরব সাগরের ১৭ হাজার কিলোমিটার এ বিশাল অঞ্চল কাভার করব।
তিনি বলেন, মহড়ায় আমাদের প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্যে নিরাপত্তা, জলদস্যুর বিরুদ্ধে যুদ্ধ, সামুদ্রিক সন্ত্রাসবাদ নির্মূল, তথপ্রযুক্তি বিনিময়, উদ্ধার তৎপরতা ও নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়।
মহড়ার অংশ হিসেবে উভয় দেশের নৌযানগুলো ভারত মহাসাগরের উত্তর অংশের দিকে যাত্রা করে। এ সময় ইরানের তৈরি ‘জামারান’ ডেস্ট্রয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এরপর শত্রুর হুমকি বিবেচনায় প্রয়োজনীয় অনুশীলন সম্পন্ন করা হয়। হেলিকপ্টারের মাধ্যমে সামগ্রিক তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংবাদমাধ্যমে জানানো হয়।
সূত্রঃ যুগান্তর