যেভাবে অভিনয়ে সফল জয়া আহসান
অভিনেত্রী জয়া আহসান বলেছেন, সত্যজিৎ রায়ের গুপি যেমন গাইতে গাইতে গায়েন আমিও আচমকাই অভিনেত্রী। আমি অভিনয়কে আবিষ্কার করিনি, অভিনয় আমাকে আবিষ্কার করেছে। খবর জি নিউজের।
বাংলাদেশের আলোচিত অভিনেত্রী জয়া আহসানকে দুই বাংলার প্রথম সারির অভিনেত্রী উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ১৭ বছরের স্মৃতি বলছে, এক দিনের জন্যও তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেননি। অভিনয়ে আসা নিছকই কাকতালীয়।
জয়া আহসান বলেন, সিনেমা, অভিনয় যে অতি গুরুত্বপূর্ণ একটি শিল্প, জনগণের কাছাকাছি পৌঁছে যাওয়ার শক্তিশালী মাধ্যম সে সব না বুঝেই ক্যামেরার মুখোমুখি হয়েছিলাম আমি। ধীরে ধীরে অভিনয় হয়ে উঠেছে আমার ভালবাসার জায়গা। আমার জীবন।
তিনি আরও বলেন, ‘আমি যখন অভিনয় করে আনন্দ পেতে শুরু করলাম, তখনই বুঝতে পারলাম আমার মুক্তির পথ, জীবনের সব কিছুই অভিনয়।
তাই ১৭ বছরে অনেকবার পড়ে গিয়েছি, হোঁচট খেয়েছি। আবার উঠেও দাঁড়িয়েছি। বাধা পেরিয়ে শক্ত পায়ে হেঁটে গিয়েছেন।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে জয়ার চলচ্চিত্রে অভিষেক হওয়া অভিনেত্রী জয়া আহসানের বলেন, আমার ছিল জেদ। অভিনয় করতে এসে আমি কোনো কিছুকে বাধা হিসেবে দেখিনি। সবটাই আমার অভিজ্ঞতা। সবটাই আমাকে গড়ে তুলেছে মানুষ হিসেবে, নয়তো শিল্পী হিসেবে। অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে ভালো-খারাপ। প্রাপ্তি-অপ্রাপ্তির মধ্য দিয়ে যদি না আসতাম, আজকে আমার যতটুকু সাফল্যই থাকুক না কেন, তা আমি পেতাম না।
সূত্রঃ যুগান্তর