আইপিএলে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হলেন যারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শুরু আগামী ৯ এপ্রিল। তার আগেই মঙ্গলবার ৮টি দলের অধিনায়কের নাম প্রকাশ করা হয়েছে।
বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি মাত্র ২২ বছর ১৮৭ দিন বয়সে নেতৃত্ব দেয়ার সুযোগ পান।
২২ বছর ৩৪৪ দিন বয়সে আইপিএল নেতৃত্ব দেওয়ার সুযোগ পান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।
২৩ বছর ১১২ দিন বয়সে নেতৃত্ব দেয়ার সুযোগ পান ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না। ২৩ বছর ১৪১ দিন বয়সে অধিনায়কের দায়িত্ব পান স্রেয়াশ আইয়ার।
আইপিএলের আসন্ন আসরে প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে ভারতীয় তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করে অধিনায়কের সম্মান পেতে যাচ্ছেন তিনি। মাত্র ২৩ বছর ১৮৮ দিন বয়সে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন পন্থ। তার আগে গত কয়েক আসরে দিল্লির নেতৃত্বে ছিলেন স্রেয়াশ আইয়ার।
সূত্রঃ যুগান্তর