একসঙ্গে ৫ মেয়ে, ৪ ছেলে সন্তানের জন্ম!

মালির এক নারী একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে চিকিৎসকদের অবাক করেছেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়কে উদ্ধৃত করে দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২৫ বছর বয়সী হালিমা চিসের গর্ভে সাত সন্তান আছে বলে ধারণা করেছিলেন চিকিৎসকেরা। কিন্তু পরে দেখা যায়, অ্যাল্ট্রাসনোতে দুই সন্তানের উপস্থিতি বোঝা যায়নি।
এর আগে গত মার্চে চিকিৎসকেরা জানান, হালিমার বিশেষ যত্ন দরকার। এরপর দেশটির শীর্ষ নেতার নির্দেশে তাকে মরক্কো পাঠানো হয়। সেখানেই পাঁচ মেয়ে এবং চার ছেলে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
মরক্কোতেও হালিমার আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানেও দেখা যায়, তার গর্ভে সাত সন্তান।
গতকাল মরক্কোতে হালিমার সিজার হয়। সিজারের মাধ্যমেই তিনি ৯ সন্তানের জন্ম দেন।
খবরে বলা হয়, আল্ট্রাসনোগ্রামে সাত সন্তান দেখালেও অন্য দুই সন্তান দেখায়নি। একসঙ্গে নয় সন্তান জন্মদানের বিষয়টি খুবই বিরল।
মালির স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবে সংবাদমাধ্যম এফপি’কে জানান, মা এবং শিশুরা এখন পর্যন্ত সুস্থ আছেন।
সিবে জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
চিকিৎসকেরা জানিয়েছেন, তারা ৯ সন্তানকে বাঁচিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন। একসঙ্গে তিন বা ততোধিক সন্তান জন্ম নিলে প্রায়ই কয়েক জনের মারা যাওয়ার শঙ্কা থাকে।
সূত্রঃদেশ রুপান্তর।