ম্যাচ না জিতলেও রোনালদোকে পেছনে ফেললেন মেসি

ভক্তদের হৃদয় ভেঙে আরও একটি ম্যাচে জয়হীন থাকল আর্জেন্টিনা। সোমবার ভোরে অনুষ্ঠিত কোপা আমেরিকার ম্যাচে চিলির সঙ্গে ১-১ ড্র করেছে লিওনেল মেসির বাহিনী। দল জয় না পেলেও ব্যক্তিগত অর্জনে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন লিওনেল মেসি। ওই ম্যাচে আর্জেন্টিনার একমাত্র গোলটি মেসির পা থেকেই এসেছে।
ম্যাচের ৩৩তম মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন মেসি। ৫৭তম মিনিটে আর্তুরো ভিদালের স্পট কিক থেকে সমতায় ফেরে চিলি। মেসি ওই গোলটি করে পেছনে ফেলে দিয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বর্তমান সময়ে খেলা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ফ্রি-কিক থেকে গোল করা ব্যক্তিটি হয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এ নিয়ে মোট ৫৭ বার ফ্রি-কিক থেকে গোল করেছেন লিওনেল মেসি। পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্রি কিক থেকে গোল করেছেন ৫৬ বার। মেসির সামনে আছেন তার স্বদেশি কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। ছিয়াশি বিশ্বকাপের মহানায়ক ফ্রি কিক থেকে গোল করেছেন ৬২টি। মেসি এখনও তার চেয়ে ৫টি গোল পিছিয়ে। আর্জেন্টিনার হয়ে অবশ্য তার মোট গোল সংখ্যা ৭৩টি।
সূত্রঃ কালের কণ্ঠ