মুশফিকের জায়গায় সোহান? লিটন নাকি মিঠুন?

পারিবারিক কারণে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। জাতীয় দলের এই মহাতারকা রঙ্গিন পোশাকে উইকেট পাহারা দেন। তার জায়গাটি এখন ফাঁকা। প্রশ্ন- কে সুযোগ পাচ্ছেন মুশফিকের জায়গায়? ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। তার একাদশে থাকার সম্ভাবনা নাকচ করেননি অধিনায়ক তামিম ইকবাল। তবে আজ তিনি দলের সম্ভাব্য ব্যাটিং অর্ডার নিয়েও আগে থেকে কোনো ধারণা দিতে রাজি হননি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সোহান খুবই ভালো করেছে। শুধু একটি ঘরোয়া টুর্নামেন্টে নয়, গত চার-পাঁচটি টুর্নামেন্টেই সে খুব ভালো করেছে। এজন্যই আমরা তাকে ওয়ানডে স্কোয়াডে নিয়েছি। একাদশে সে জায়গা পাবে কিনা, তা বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, সে শক্ত দাবিদার। সুযোগ যদি থাকে এবং আমাদের কাছে যদি মনে হয়, সে যে পজিশনে ব্যাট করে, সেখানে যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই খেলবে। তার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে।’
বাংলাদেশের হয়ে সোহান এখনও পর্যন্ত ২টি ওয়ানডে খেলেছেন। সেটাও ২০১৬ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে। প্রথম ম্যাচে করেছিলেন ৩১ বলে ২৪, পরেরটিতে ৩৯ বলে ৪৪। এরপর আর সুযোগ পাননি। এবার তিনি তিন সংস্করণের স্কোয়াডেই সুযোগ পেয়েছেন। তাই সম্ভাবনা উজ্জ্বল। তামিম আরও বলেন, ‘আমি নিশ্চিত, সুযোগ পেলে সে ভালো করবে। যেভাবে সে ট্রেনিং করেছে, সে দারুণ টিমম্যান, সে এমন একজন, যে কোনো অধিনায়কই তাকে দলে রাখত। সে দলে ইতিবাচক আবহ ছড়িয়ে দেয়।’
অন্যদিকে প্রস্তুতি ম্যাচে ভালো ব্যাট করেছেন মোহাম্মদ মিঠুন। আবার প্রস্তুতি ম্যাচেই লিটন দাসকে দেখা গেছে চারে ব্যাট করতে। দুজনেই একাদশে থাকার দাবিদার। চার নম্বর পজিশন নিয়ে তামিম বলেন, ‘ব্যাটিং অর্ডার নিয়ে মনে হয় না এখানে আলোচনার বেশি কিছু আছে। ব্যাটিং অর্ডার নিয়ে আমরা দলের মধ্যেই আলোচনা করি। এটা এমন এক জিনিস, যা দলের জন্য যেভাবে ভালো, সেভাবেই সাজানো হয়। আমরা যদি মনে করি লিটন চারে খেলবে, তাহলে সেখানেই দেখবেন। যদি মনে করি ওপেন করবে, তাহলে সেখানেই। কাল সকালে ম্যাচ শুরু হলে বুঝতে পারবেন।’
সূত্রঃ কালের কণ্ঠ