Featuredআন্তর্জাতিক
ফ্রান্সে দৈনিক করোনা শনাক্তে নতুন রেকর্ড

প্যারিস, ১৯ জানুয়ারি – ফ্রান্সে গত একদিনে নতুন করে প্রায় পাঁচ লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা দেশটিতে শনাক্তের নতুন রেকর্ড। বার্তস্থার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে দেশটিতে দিনে গড়ে তিন লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছিলো। এখন এক দিনে প্রায় পাঁচ লাখ মানুষের করোনা শনাক্ত হলো।
ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী, সর্বশেষ একদিনে দেশটিতে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সূত্রঃ দেশেবিদেশে