নতুন আরো পরিকল্পনা নিয়ে এবার কাজ করতে চাই: মম

সম্প্রতি আয়োজিত হলো অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। এবার ২১জন প্রার্থী জয়ী হয়েছেন। যাদের মধ্যে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মম।
নির্বাচিত হওয়ার পর নিজের কাজের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমার সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা। সবার সাপোর্ট না থাকলে এই জয় সম্ভব হতো না। এবার আমাদের স্লোগান ছিল ‘জিতবে ২১, হারবে না কেউ’। এই প্রত্যয়েই কাজ করতে চাই। গতবারের কর্মসূচীর মধ্যে যে কাজগুলো শেষ করতে পারিনি সেগুলো নিয়ে আবার কাজ করবো। এছাড়াও নতুন আরো পরিকল্পনা নিয়ে এবার কাজ করতে চাই।
সময় স্বল্পতার কারণে অনেক কিছু করা হয়নি, কিছু কিছু কাজে অনেকটা বেশি সময় লেগে গিয়েছিলো। যার কারণে আমরা সমানভাবে আলোকপাত করতে পারি নি।আমাদের প্রথম আলোচনা সভায় সেই পরিকল্পনার বিষয়বস্তু উপস্থাপন করবো।’
‘অভিনয়শিল্পী সংঘ’-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। সভাপতি পদে ৩২৫ ভোট পেয়ে শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হন আহসান হাবিব নাসিম।
আরো পড়ুন: মাথায় চওড়া সিঁদুরে নিখিলের হাত ধরেই ফিরলেন নুসরাত
উল্লেখ্য, গত শুক্রবার জাতীয় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবনের নিচতলায় সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সংখ্যা ৮১৯ জন হলেও ভোটাধিকার রয়েছে ৬০৬ জনের। নির্বাচনে ভোট কাস্ট হয়েছে ৫১৬টি।
সূত্রঃ ইত্তেফাক