বিনোদন
পানি নেই তাই ছবি থেকে বৃষ্টির দৃশ্য বাদ

পানির সংকটের কারণে ছবি থেকে বৃষ্টির দৃশ্যই বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র নির্মাতারা। ভারতের তামিলনাড়ুতে এ ঘটনা ঘটেছে। কারণ এমন সংকটের মধ্যে পানি ব্যবহার করে বৃষ্টির দৃশ্য শুট করা বিলাসিতা।
তামিল পরিচালক জি ধনঞ্জয়ন বলেন, বৃষ্টির দৃশ্য এখন এড়িয়ে যাওয়া হচ্ছে। বেশি পরিমাণে জল অপচয় অপরাধের সামিল। এব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।
ছবিতে বৃষ্টির দৃশ্য অপরিহার্য হলে শুধু একটি জানলার দৃশ্যপটে দেখানো হবে বৃষ্টি। ‘ব্লু ওশন ফিল্ম ও টেলিভিশন অ্যাকাডেমি’র পরিচালক বলেন, পানিসংকটের অনেক আগে থেকেই বৃষ্টির দৃশ্যের জন্য পর্যাপ্ত পানির ঘাটতি হয়েছে। ট্যাঙ্কারগুলি যথেষ্ট যোগান দিতে পারে না। সে কারণে অনেক প্রযোজকরাই হায়দরাবাদের মতো শহরে ছবির শ্যুটিং করেন। অজিত অভিনীত ‘বিশ্বসম’ এবং রজনীকান্তের ‘কালা’ ছবির বৃষ্টির দৃশ্য শ্যুট হয়েছিল হায়দরাবাদ ও মুম্বাইয়ে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জল সমস্যা মোকাবিলা করার জন্য পরামর্শ দেন দেশবাসীকে। পাশাপাশি ক্রীড়া, বিনোদন, শিক্ষা জগতের মানুষ সংস্থার কাছে পানি সংরক্ষণের জন্য প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন