নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপরে

নীলফামারীতে আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তার পানি। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বুধবার সন্ধ্যা ছয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে, বেলা ১২টায় বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং বিকাল তিনটায় ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
তিস্তার অব্যাহত পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ও শৌলমারী ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত প্রায় ১৫টি গ্রামের ১৫ সহস্রাধিক মানুষ দ্বিতীয় দফায় বন্যা কবলিত হয়ে পড়েছে। সেখানে নদীর পানি বিপদসীমার ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপরে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, উজানের ঢলে বুধবার সকাল থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ছয়টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সেখানে বেলা ১২টায় নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার ও বিকাল তিনটায় ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ব্যারাজের সব কয়টি (৪৪টি) গেট খুলে রেখে সতর্কাবস্থায় রয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন