
বাংলাদেশ যুব ইউনিয়নের একাদশ জাতীয় সম্মলেনে যুবনেতা হাফিজ আদনান রিয়াদকে সভাপতি, খান আসাদুজ্জামান মাসুমকে সাধারণ সম্পাদক ও আশিকুল ইসলাম জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। শনিবার সংগঠনের জাতীয় সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে এই কমিটি গঠিত হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বিদায়ী সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন।
এর আগে সকালে কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে জেগে ওঠো তারুণ্য’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো দেশের যুবকদের লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের একাদশ জাতীয় সম্মেলন। শনিবার রাজধানীর তোপখানা সড়কস্থ বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম।
বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি যুবনেতা হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী নেত্রী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, বাংলাদেশ যুব ইউয়িনের সাবেক সভাপতি আবদুল্লাহ ক্বাফী রতন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেশে বেকারত্বে সমস্যা ও যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগের ঘাটতি চরম সীমার কাছাকাছি পৌঁছে গেছে। দেশে গণতান্ত্রিক পরিস্থিতি বজায় না থাকলে বেকারত্ব ওঘুষের বিনিময়ে চাকরি আরও চরম আকার ধারণ করবে। তাই এই সম্মেলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বেকারত্ব দূরীকরণের জন্য কর্মসংস্থান ও ভোটাধিকারের সংগ্রামে জেগে উঠতে হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ। সম্মেলনে সারাদেশ থেকে ৩১৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।