রাজনীতি
মানুষ ভয়ে ভোট দিতে পারেনি: মেয়র প্রার্থী রুবেল

ক্ষমতাসীন আওয়ামী লীগ জনমনে ভীতির সঞ্চার করার কারণে অধিকাংশ মানুষ ভোট দিতে করতে পারেনি বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত মেয়র প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল। তিনি বলেন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ।
ঢাকার সিটি নির্বাচনে ভোট গ্রহণের পর শনিবার প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দল জনগণের মধ্যে যে ভীতির সঞ্চার করেছে তাতে অধিকাংশ সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। ফলে এই সিটি নির্বাচনে জনরায়ের প্রতিফলন সঠিকভাবে হবে না।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন