রাসেল রানা যেভাবে মাসুদ রানা হয়ে উঠছেন

প্রস্তুতিটা বছর খানেক আগে শুরু হলেও গত চার মাস ধরে মাসুদ রানা চরিত্রের জন্য হাড় খাটুনি খাটতে হচ্ছে রাসেল রানাকে। ছবিটিতে তিনিই মাসুদ রানা চরিত্রে অভিনয় করছেন। সমকালকে রাসেল রানা জানান, ফেব্রুয়ারিতে শুটিং তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকে গত চার মাস ধরে মাসুদ রানার মতো শরীর গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে। শরীর গঠনের মিশন আপাতত সফল। এবার শুটিংয়ে যাওয়ার পালা।
জনপ্রিয় সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের তুমুল জনপ্রিয় এই গোয়েন্দার চরিত্রে অভিনয়ের জন্য ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া শুরু করে মাসুদ রানাকে খুঁজে বের করার মিশন। শুরু হয় ‘কে হবেন মাসুদ রানা’ নামে রিয়েলিটি শো এর। এই শো থেকেই শীর্ষ স্থান অর্জনকারী রাসেল রানাকে নেওয়া হয় মাসুদ রানা চরিত্রের জন্য।
দুই বছর ধরে ছবিটির শুটিং শুরু করতে পারছিল না প্রযোজনা প্রতিষ্ঠান। তবে আগামী ২০ ফেব্রুয়ারি ছবিটির শুটিং শুরু হচ্ছে বলে জানালেন মাসুদ রানা পরিচালনার দায়িত্বে থাকা সৈকত নাসির। তিনি বলেন, ‘প্রস্তুতি সম্পন্ন। ২০ ফেব্রুয়ারি শুটিং শুরু হবে। তবে কোথায় শুরু হচ্ছে সে বিষয়ে বলা নিষেধ আছে। প্রতিশ্রুতি দিচ্ছি, দর্শকদের কাছে বইয়ের পাতার মাসুদ রানাকে পর্দায় তুলে ধরার পূর্ণ চেষ্টা করবো।’
এদিকে মাসুদ রানা হয়ে ওঠার মিশনে কি ধরনের পরিশ্রম করতে হচ্ছে প্রশ্ন রাখা হলে রাসেল রানা বলেন, ‘প্রস্তুতি তো গত বছর থেকে। শুটিংও শুরু হওয়ার কথা ছিলো গত বছরের ডিসেম্বরে। কিন্তু করোনার কারণে তো সবই বন্ধ। শুটিং তাই শুরু হয়নি। ফলে বছরের শুরুতে জানানো হয় ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে। তখন থেকেই আবার কঠিন প্রস্তুতি নেয়া শুরু করি।’
কঠিন এই প্রস্তুতিটা কেমন? জানতে চাইলে রাসেল রানা বলেন, ‘মাসুদ রানা বইয়ে কিন্তু মাসুদ রানার শরীর কেমন হবে তার ধারণা দেওয়া আছে। তার মধ্যে রয়েছে পেটানো শরীর। মানে মেদহীন শরীর। সেই পেটানো শরীর গঠনে আমার যা যা করা দরকার সবই করেছি। এতোকিছু তো আর বলা সম্ভব না। শুধু বলবো, চারমাস ধরে ট্রেইনারের বাইরে চলিনি। তিনি যেভাবে বলেছেন সেভাবেই চলেছি। অবশেষে একটা মেদহীন সিক্সপ্যাক শরীর গঠিত হয়েছে। এবার মাসুদ রানা নিয়ে মিশন শুরু করার পালা।’
তরুণদের কাছে মাসুদ রানা একটি স্বপ্নের চরিত্র। সেই মাসুদ রানাকে কতটা ফুটিয়ে তুলতে পারবেন? এই প্রশ্নের উত্তরে আশ্বস্থ করলেন রাসেল। তিনি বলেন, ‘মাসুদ রানা সবারই একটা স্বপ্নের চরিত্র। কৈশোরে যারা মাসুদ রানা পড়েছেন তারাই নিজের মধ্যে মাসুদ রানাকে ধারণ করেন। মাসুদ রানার মতো একজন হওয়ার চেষ্টা থাকতো তাদের মধ্যে। সেই চরিত্রটি পর্দায় প্লে করছি, এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। জানিনা কতটা কি করতে পারবো। তবে ১০০ ভাগ চেষ্টা করবো। তারপরও হয়তো অনেকের মনের মতো হবে না। অনেকে সমালোচনা করবে। সব কিছু নিয়েই মাসুদ রানা নিয়ে প্রস্তুতি নেওয়া। আশা করি সবার পূর্ণ সমর্থন পাবো।’
সূত্রঃ সমকাল