সঞ্জয়ের দেয়া ১০০ কোটির উপহার ফিরিয়ে দিলেন স্ত্রী

স্ত্রী মান্যতাকে খুশি হয়ে মুম্বাইয়ের অভিজাত এলাকায় ১০০ কোটি রুপি মূল্যের চারটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছিলেন বলিউড স্টার সঞ্জয় দত্ত। কিন্তু সঞ্জয়ের দেয়া ওই উপহার নেননি স্ত্রী মান্যতা। উপহার পাওয়ার এক সপ্তাহের মধ্যে ওই চারটি অ্যাপার্টমেন্ট স্বামীকে ফিরিয়ে দিলেন তিনি।
মানি কন্ট্রোলের বরাতে খবরটি প্রকাশ করেছে বলিউড হাঙ্গামা।
হাঙ্গামা প্রতিবেদনে জানায়, স্ত্রী মান্যতা দত্তকে যে চারটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছিলেন সঞ্জয়, সেগুলো মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত এলাকা পালি হিলের ইম্পেরিয়াল হাহটস ভবনের, যেখানে বেশ কয়েক জন ধনী তারকা থাকেন। চারটির মধ্যে দুটি ফ্ল্যাট তৃতীয় ও চতুর্থ তলায় এবং বাকি দুটি ১১ ও ১২ তলায়। সরকারি হিসাবে ওই সম্পত্তির মোট মূল্য ১০০ কোটি রুপিরও বেশি।
স্বামীর দেওয়া দামি এ উপহার ফিরিয়ে দিয়ে নজির স্থাপন করেছেন মান্যতা।
মান্যতা এসব দামি উপহার নন সঞ্জয়ের ভালোবাসাতেই বেচে থাকতে চান উপহার ফিরিয়ে দেওয়া এমনটিই ভাবছেন অনেকে।
জানা গেছে, ২০২০ সালের ২৩ ডিসেম্বর সঞ্জয় দত্ত ওই উপহার চুক্তি সারেন এবং মান্যতা দত্ত তা ফিরিয়ে দেন ২৯ ডিসেম্বর।
সঞ্জয় দত্ত মোট তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বলিউডের জনপ্রিয় দম্পতি সঞ্জয় দত্ত ও মান্যতা বিয়ে করেন ২০০৮ সালে। তাদের ঘরে রয়েছে যমজ সন্তান শাহরান ও ইকরার । সঞ্জয়ের প্রথম স্ত্রীর নাম রিচা শর্মা।
সূত্রঃ সমকাল