ছিটকে গেলেন সাকিব, বদলি নিচ্ছেনা বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না স্বাগতিকরা। বাঁ পায়ের ঊরুর ইনজুরিতে ছিটকে গেছেন তিনি। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, যেহেতু টেস্ট দল ১৮ সদস্যের তাই সাকিবের বদলি হিসেবে কাউকে নতুন করে নেওয়া হবে না।
চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে আবার এই ফরমেটে ফেরেন সাকিব। বাঁহাতি এই অলরাউন্ডারের যদিও প্রথম টেস্ট খেলা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। কারণ টেস্ট শুরুর ২ দিন আগেও প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন, শতভাগ ফিট নয় সাকিব।
তবে ব্যাটে-বলে সমান পারদর্শী এই বাঁহাতি অলরাউন্ডারকে ছাড়া দীর্ঘ ১১ মাস পর টেস্ট খেলতে চায়নি স্বাগতিকরা। সেটাই বুঝি কাল হয়ে দাঁড়িয়েছে সাকিবের জন্য।
এবার ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এই সিরিজেই সেরা খেলোয়াড় হন তিনি। তবে তৃতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় গ্রোয়েন ইনজুরিতে পড়ে আর বোলিং শেষ করতে পারেননি। তখন টেস্ট সিরিজে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়।
শেষ পর্যন্ত সাকিবকে নিয়েই চট্টগ্রাম টেস্টে নামে বাংলাদেশ দল। প্রায় ৩ ঘণ্টা ৫০ মিনিট ক্রিজে থেকে ব্যাটিং করেছেন এবং ৬৮ রানে আউট হন তিনি। দ্বিতীয় দিন আরও ১ ঘণ্টা মাঠে ফিল্ডিং ও ৬ ওভার বোলিং করেছেন। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার ১২ ওভার আগেই মাঠ ছাড়েন ঊরুর ব্যথা নিয়ে। নিজের তৃতীয় ও উইন্ডিজের প্রথম ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যথা অনুভব করেছিলেন, তবে কিছুটা বিরতি নিয়ে বোলিং চালিয়ে যাচ্ছিলেন।
গত শুক্রবার ম্যাচের তৃতীয় দিন শুরু থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিল্ডিংয়ে দেখা যায়নি তাকে। বিসিবি থেকে জানানো হয়, বাঁ পায়ের ঊরুর ব্যথায় ভুগছেন তিনি। সেদিন সকালে তার এমআরআই স্ক্যান থেকে বিষয়টি নিশ্চিত হয় বিসিবি মেডিকেল টিম।
প্রথম টেস্টের সময় তার অগ্রগতির জন্য প্রয়োজনীয় পরিচর্যা, চিকিৎসা এবং পর্যালোচনা চলেছে। পরে আর তাকে ব্যাটিং-বোলিং কোনটিই করতে দেখা যায়নি। দ্বিতীয় টেস্টেও সাকিবের খেলা নিয়ে সংশয় তৈরি হয়। অবশেষে সোমবার সেই শঙ্কা সত্যি হয়েছে।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সপ্তাহেই টিম হোটেল ছাড়বেন সাকিব। জৈব সুরক্ষা বলয়ে না থেকে নিজ বাসাতে চলে আসবেন। তবে এই সময় বিসিবির মেডিকেল টিম তার সার্বক্ষণিক চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে যাবে। ঢাকা টেস্টে অবশ্য সাকিবের পরিবর্তে কাউকে দলে নিচ্ছে না বিসিবি।
এ বিষয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন,‘সাকিব ইনজুরির জন্য ঢাকা টেস্টে থাকছে না। তবে যেহেতু একটা টেস্ট বাকি, আর আমাদের স্কোয়াড ১৮ সদস্যের, এই মুহূর্তে সাকিব এর পরিবর্তে বাইরে থেকে আমরা কাউকে নিচ্ছি না।’
সূত্রঃ দৈনিক জনকণ্ঠ