অন্তর্জালে নিশো-মেহজাবিনের ঝড়!

বর্তমান সময়ে টেলিভিশন নাটকের সফল জুটিদের মধ্যে অন্যতম আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। গত ১৮ জানুয়ারি এ জুটির ‘শিল্পী’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। মহিদুল মহিম পরিচালিত নাটকটি ২০ দিনে ৭৮ লাখের বেশি ভিউ হয়েছে। এতে লাইক পড়েছে ৩ লাখের বেশি। আর প্রায় বিশ হাজারের মতো কমেন্ট পড়েছে। যাতে নাটকটি নিয়ে দর্শকরা তাদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাস্তব’ সিনেমায় ব্যবহার করা হয় ‘বুক চিন চিন করছে হায়’ গানটি। কবীর বকুলের লেখা এই গানে কণ্ঠ দেন এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। আর ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক মান্না ও পূর্ণিমা। এই গান ব্যবহার করা হয়েছে এই নাটকে। গানটি কাভার করেছেন জাহেদ পারভেজ পাভেল ও তাসনিম আনিকা।
এ বিষয়ে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন—অনেক আগে করা আমার সিনেমার জনপ্রিয় গান এটি। আমিও দেখলাম গানটি কোটি ভিউ হয়েছে। তবে নতুন করে এই গান আলোচনায় এসেছে। নাটকটি আমার দেখা হয়নি। কিন্তু গানের বিভিন্ন ক্লিপ দেখেছি। আমি ভিউ নিয়ে কখনো চিন্তা করি না। আর এই গান সেই শুরু থেকেই দর্শকমহলে জনপ্রিয়!
নাটকটির পরিচালক মহিদুল মহিম বলেন—বরাবরই দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করি। এই নাটকও তারই অংশ। নাটকটি নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলাম। আর বর্তমান সাফল্য আমার ভাবনাকেও ছাড়িয়ে গেছে। আমার প্রতিটি নির্মাণই দর্শকদের জন্য। তাই আমার নাটকের প্রতি তাদের ভালোবাসাই কাজের সফলতা।