বাংলাদেশ
এসএসসি ও এইচএসসির নতুন সিলেবাস প্রকাশ

২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র ও ইংরেজি ১ম ও ২য় পত্রের পাঠ্যসূচি অধিকতর পরিমার্জন করে পুনর্বিন্যাস করা হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার।
সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই বিষয়ের পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়। নতুন পুনর্বিন্যাসে বাংলা ২য় পত্রের ব্যাকরণ থেকে ১৫ নম্বর থাকবে। আর নির্মিতি হিসেবে থাকবে ৩৫ নম্বর।
উল্লেখ্য, ২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জুন মাসে। আর এইচএসসি পরীক্ষা নেয়া হবে আগস্ট মাসে।
সূত্রঃ রাইজিংবিডি.কম ইয়ামিন/কেআই