অপরাধআন্তর্জাতিক
পুতিন সমগ্র বিশ্বের শান্তির জন্য হুমকি: রোমানিয়ার প্রেসিডেন্ট

রোমানিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতি নিন্দা জানিয়ে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন “সমগ্র বিশ্বের শান্তির জন্য হুমকি”।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ রোমানিয়া ইউক্রেনের সীমান্তবর্তী এবং ন্যাটোরও সদস্য। রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস বলেছেন, রাশিয়া “একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক সশস্ত্র সহিংসতার নিন্দনীয় এবং সম্পূর্ণ অবৈধ পথ বেছে নিয়েছে।”
বার্তা সংস্থা এপি জানায়ঃ ইওহানিস বলেন, প্রায় ১ কোটি ৯৫ লাখ জনসংখ্যার দেশ রোমানিয়া সংঘাত হতে সৃষ্টি হতে পারে এমন অর্থনৈতিক এবং মানবিক পরিণতি মোকাবিলা করতে প্রস্তুত।
তিনি জোর দিয়ে জানান যে, রোমানিয়া ইউক্রেনের সামরিক সংঘাতে আকৃষ্ট হবে না এবং রোমানিয়ান কর্তৃপক্ষ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে “সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা” গ্রহণ করবে।
সূত্রঃ মানব জমিন