তাদের জেদাজেদির কারণে আমরা হাসির পাত্র হচ্ছি -সোহেল রানা

অভিনেতা, প্রযোজক ও পরিচালক সোহেল রানা। কিছুদিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে ধীরে ধীরে তিনি সুস্থতার দিকে যাচ্ছেন। বর্তমানে বাসাতেই বিশ্রামে রয়েছেন। আপনার শারীরিক অবস্থা কেমন যাচ্ছে? সোহেল রানা বলেন, সারাদিন বিশ্রাম নিতেও ভালো লাগে না। যদিও হাঁটা-চলা, কথা বলা বা মস্তিষ্কের ভাবনা কোনটাই সঠিকভাবে হচ্ছে না। স্বাভাবিক হতে আরও সময় লাগবে। ২১শে ফেব্রুয়ারি তো আপনার জন্মদিন ছিল।
আপনি যখন হাসপাতালে ছিলেন তখন আপনার সুস্থতার জন্য ভক্তরা দোয়া করেছেন। তাদের উদ্দেশ্যে কী বলবেন? এই প্রশ্ন রাখতেই আবেগাপ্লুত হয়ে পড়ে এ নায়ক বলেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। কারণ আত্মীয় স্বজন, পরিচিত মানুষ দোয়া করেছেন এটা তো স্বাভাবিক। কারণ জীবনে তো কারো ক্ষতি করিনি। কিন্তু যারা আমার ভক্ত, তাদের অনেকেই কোরআন খতম দিয়েছন, রোজা রেখেছেন। তাদের জন্য আমার দুই চোখের পানি ছাড়া কিছুই আসে না। আমি শুধু কাঁদি। এত ভালোবাসেন তারা আমাকে, ভাবতে অবাক লাগে। তাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। একটু ভিন্ন প্রসঙ্গে আসি।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে একটি অস্থির পরিবেশ তৈরি হয়েছে। এই ব্যাপারটি আপনি কীভাবে দেখছেন? সোহেল রানা বলেন, এসব ঠিক হচ্ছে না। এটা অসুন্দর একটা বিষয়। একটা ফুলকে পায়ে গুড়িয়ে নষ্ট করে দেয়া হলে যেরকম অবস্থা হয়, ঠিক তেমনিভাবে চলচ্চিত্র অঙ্গনটাকে একটা খারাপ পর্যায়ে নেওয়া হয়েছে। আমার দু-একটা কথা শুনে অনেকে ভুল বুঝে বলছেন আমি অমুককে সমর্থন করছি। আসলে আমার এখন আর সমর্থন করার বয়স নেই। যারা আছে, সবাই তো আমার স্নেহভাজন।
আমি চলচ্চিত্র ছেড়ে দিয়েছি সাত-আট বছর হলো। ওরা যদি মনে করে আমি কোনো প্যানেলের পক্ষে কথা বলছি সেটা ভুল ধারণা। আমি কারো পক্ষে কথা বলছি না। কিন্তু যা হচ্ছে সেগুলোর মধ্যে অসঙ্গতি দেখছি, সেটাই বলেছি মাত্র। তাদের জেদাজেদির কারণে আমরা হাসির পাত্র হচ্ছি। এই জিনিসগুলো খুব কষ্ট দিচ্ছে। আমি সবাইকে বলবো, আল্লাহুর ওয়াস্তে তোমরা সত্যি যেটা সেটা মেনে নাও।
সূত্রঃ মানব জমিন