
প্রাকৃতিক উপায়ে সন্তান জন্ম দেওয়ার বিকল্পে বর্তমানে সময়ে বেশিরভাগ ক্ষেত্রেই সিজার করে সন্তান জন্ম দিতে দেখা যায়। কিন্তু সিজারের পর কি হয়, তা অনেকেরই স্পষ্ট ধারণা নেই। সিজার করে সন্তান জন্ম দিলে চার দিনের মত হাসপাতালে থাকতে হতে পারে। তারপর বাড়িতে মায়েদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ এই সময় যদি মায়ের যত্ন ঠিক মত না নেয়া হয় তাহলে ঘটে যেতে পারে যেকোনো রকমের বিপদ।
অনেক মা-ই জানেন না যে সিজার করানোর পরেও যৌনাঙ্গ থেকে রক্তপাত হয়। তবে এই রক্তপাতের পরিমাণ হবে সীমিত। খুব বেশি রক্তপাত, অতিরিক্ত দুর্গন্ধ এবং গাড় রঙের রক্ত যাচ্ছে কি না সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, কারণ এগুলো ইনফেকশনের প্রধান কারণ। সিজার করার পর আরও কিছু ব্যাপারে জেনে রাখা ভালো:
সিজার করা বেশ বড়সড় একটা অপারেশন সুতরাং অনেকেই এই অপারেশনের পর টয়লেটের কাজ সারতে ভয় পান। তাই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রয়োজন হলে ডাক্তার কিছু ওষুধ দেবেন যা সহজে টয়লেটের কাজ সারতে সাহায্য করবে। সিজারের পর রক্ত জমাট বাঁধার ভয় যেন না থাকে তার জন্য পরের দিন হালকা হাঁটাচলা করাটা ভালো।
- ক্যান্সার প্রতিরোধে সাত নিয়মJune 20, 2022
- শিশুর ডেঙ্গি জ্বরের লক্ষণ, কী করবেনJune 19, 2022
সার্জারির পর হাঁচি-কাশি দিতে গেলে পেটে ব্যথা লাগতে পারে। এ সময়ে পেটের ওপর বালিশ চেপে ধরে রাখলে ব্যথা কম হবে। অনেকেই এ সময়ে বেল্ট পরে থাকেন। এই বেল্টও ব্যথা কমাতে সহায়ক। প্রথম সপ্তাহে এই সমস্যা বেশি হবে পরে কমে যাবে।