‘আগামী ফাইনালের জন্য হোটেল বুক করে রাখুন’, সমর্থকদের উদ্দেশ্যে ক্লপ

কখনো গোলবারে লেগে বল ফেরত গিয়েছে। আবার কখনো থিবো কোর্তোয়ার দক্ষতায় গোলবঞ্চিত হয়েছে লিভারপুল। চ্যাম্পিয়নস লীগের ফাইনালে সালাহ-মানেদের প্রত্যেকটা প্রচেষ্টা শুধুই আফসোস বাড়িয়েছে অলরেড সমর্থকদের। দাপট দেখালেও ম্যাচের ফলই যে আসল তা মনে করিয়ে দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। পার্থক্য গড়ে দেয়ার এই সহজ ব্যাখ্যাটা জানা আছে ইয়ুর্গেন ক্লপেরও। এবার ব্যর্থ হলেও আগামী মৌসুমের ফাইনাল খেলার প্রতিশ্রুতি দিয়ে রাখলেন অলরেড কোচ। লিভারপুল ভক্তদের পরামর্শ দিলেন অগ্রীম হোটেল বুকিং দেয়ার।
গত ফেব্রুয়ারিতে লীগ কাপ জিতেছে লিভারপুল। চলতি মাসেই জিতেছে এফএ কাপ। অলরেডদের কোয়াড্রপল (চার শিরোপা) জয়ের স্বপ্ন চূর্ণ হয়েছে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লীগ জেতায়। তবুও চ্যাম্পিয়নস লীগ সেরা হয়ে ট্রেবল জয়ের সুযোগ ছিল লিভারপুলের।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদের কাছে হেরেই শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল ইয়ুর্গেন ক্লপের দলের। তবে এক বছরের ব্যবধানেই ইউরোপ সেরা হয়ে সেই আক্ষেপ মোচন করে অলরেডরা। তাই ছন্দে থাকা দলকে নিয়ে ২০১৮-২০১৯ সালের পুনরাবৃত্তি কামনা করতেই পারেন ক্লপ। তিনি বলেন, ‘আমার ছেলেরা সত্যিই অনেক প্রতিদ্বন্দ্বিতাপূণ মানসিকতার। অসাধারণ একটা গ্রুপ আমাদের। আগামী মৌসুমে আমরা আবার একটা অসাধারণ দল গড়ে তুলব, আবার ঝাঁপিয়ে পড়ব। অবশ্যই অন্যদের চেয়ে একটু বেশিই চেষ্টা করতে হবে আমাদের, তবে সেটা সমস্যা নয়। আগামী বছর ফাইনালটা কোথায়? ইস্তাম্বুল? হোটেল বুক করে রাখুন!’
ক্লপ বলেন, ‘আমরা লক্ষ্যে শট বেশি নিয়েছি, কিন্তু সবচেয়ে পার্থক্য গড়ে দেয়া শটটা মাদ্রিদের (ভিনিসিয়ুস জুনিয়র)। ওরা গোল করেছে, আমরা পারিনি। বিশ্ব ফুটবলের সহজতম ব্যাখ্যা এটিই। একইসঙ্গে কঠোর ব্যাখ্যা।’
দাপুটে প্রত্যাবর্তনের প্রত্যয় ব্যক্ত করে ক্লপ বলেন, ‘ড্রেসিংরুমে ছেলেদের বলেছি যা হয়েছে তা নিয়েই আমার অনেক গর্ব। অসাধারণ একটা মৌসুম কাটিয়েছে ছেলেরো। দুটো (প্রিমিয়ার ও চ্যাম্পিয়নস লীগ) শিরোপা হাতছাড়া হয়েছে অল্পের জন্য। আমার দৃঢ় বিশ্বাস, আমরা ফিরে আসব।’
প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নস লীগ না জিতলেও শিরোপা উৎসব করবে লিভারপুল। অলরেডদের পক্ষ থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছিল, চ্যাম্পিয়নস লীগের ফল যাই হোক দুই শিরোপা (লীগ কাক এবং এফএ কাপ) নিয়ে লিভারপুলের উদ্যাপন হবে।
সূত্রঃ মানবজমিন