ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই : পান্ডিয়া

হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব আইপিএলে প্রথমবার অংশগ্রহণ করেই শিরোপা জিতেছে গুজরাট টাইটান্স। যেখানে নিজের আইপিএল ক্যারিয়ারে এনিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন হলেন পান্ডিয়া। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চারবার শিরোপায় চুমু খেয়েছিলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে সফলতার পর হার্দিকের এবার একটাই ইচ্ছে, তা হলো ভারতের হয়ে বিশ্বকাপ জয়।
গত মৌসুমে ইনজুরির কারণে বাজে সময় কাটানো পান্ডিয়া এবার ছিলেন দারুণ ফর্মে। এমনকি ফাইনালে ১৭ রানে ৪ উইকেট ও ৩০ বলে ৩৪ রান করে ম্যাচ সেরাও হয়েছিলেন। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়েছিল গুজরাট।
ম্যাচ শেষে পান্ডিয়া বলেন, ‘ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই। এর জন্য আমি আমাকে উজাড় করে দেব। আমার গোলটা খুবই সাধারণ। দলের হয়ে এটি জিততে চাই।’
তিনি আরও বলেন, ‘ভারতের হয়ে খেলাটা সবসময়ই স্বপ্নের মতো, এটা কোনো ব্যাপার না আমি কতগুলো ম্যাচ খেলছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা সবসময় আনন্দের। কেননা এই দলের হয়ে খেলেই আমি ভালোবাসা ও সমর্থন পেয়েছি। ছোট ফরম্যাট বা বড় ফরম্যাট, আমি বিশ্বকাপ জিততে চাই।’
সূত্রঃ আমাদেরসময়