বিদ্যুৎ উৎপাদনে কয়লা বন্ধে অটল জার্মানি

ইউক্রেন যুদ্ধে জ্বালানির দাম বাড়ায় কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়ালেও ২০৩০ সালের মধ্যে কয়লা ব্যবহার বন্ধের পরিকল্পনায় অটল রয়েছে জার্মানি। গতকাল সোমবার জার্মানির অর্থ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র স্টিফেন গ্যাব্রিয়েল হফ গতকাল বলেন, ‘কোনো সংশয় নেই। ২০৩০ সালের মধ্যে কয়লার ব্যবহার বন্ধ হবে।
জার্মানির জ্বালানি চাহিদার বড় অংশ আসে রাশিয়া থেকে, যে নির্ভরশীলতা ক্রমে বন্ধ করতে আগ্রহী দেশটি। পশ্চিমা নিষেধাজ্ঞার অংশ হিসেবে এরই মধ্যে রুশ জ্বালানির ওপর নিয়ন্ত্রণ আরোপিত হয়েছে। অন্যদিকে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ায় দেশটি বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার বাড়িয়েছে। এমন প্রেক্ষাপটে কয়লার ব্যবহার বিষয়ে পূর্ববর্তী পরিকল্পনা নিয়ে কথা উঠলে জার্মান অর্থ মন্ত্রণালয় এ ব্যাখ্যা দিল।
এদিকে আগামী শীতে সংকট মোকাবেলায় চলতি বছরের শেষে গ্যাসের মজুদ ৯০ শতাংশ রাখতে চায় দেশটি। তাই বাধ্য হয়ে কয়লার ব্যবহার বাড়ানোকে ‘তিক্ত কিন্তু গ্যাস ব্যবহার কমাতে জরুরি’ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেই সঙ্গে গ্যাস সরবরাহ কমানোয় রাশিয়ার সমালোচনাও করে জার্মানি।
সূত্র : এএফপি