
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সংগঠন গুলা জোট বদ্ধ হয়ে (হিজবুত, হেফাজত,ইশা,শিবির)আজ জ বি ক্যাম্পাসে মানববন্ধন করে।
মানববন্ধন কালে তারা বিভিন্ন ধর্মীয় স্লোগান সহ ফরহাদকে কতল করার ব্যাপারে ঘোষনা দেয়।
এই ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক সংগঠন কিছুদিন ধরেই ফরহাদকে সামনে পেলেই কতল করা হবে,এসব পোস্ট ফেসবুকেও দিয়ে আসছে।
ক্যাম্পাসে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ভি সি ভবনের সামনে মিছিল পরবর্তী সমাবেশে যখন বক্তব্য কালে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক রুহুল আমিনের উপরে শিবির,ইশা,হিজবুত,হেফাজতের প্রায় ৫০ জন কর্মী অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন রুহুল আমীন। আহত রুহুল আমীনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তী করা হয়েছে।
এই ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
সূত্রঃ সবারকথা