
মেয়েদের টি-শার্টে প্রতিবাদী মেয়েদের তিনি উৎসাহিত করে আরও কিছু বাক্য লিখে দিয়েছেন, টি-শার্টে লেখার জন্য। নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তসলিমা লিখেছেন, ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ লেখা টি-শার্ট বাংলাদেশের কিছু মেয়ে পরছে। এরকম টি-শার্ট আরও মেয়ের পরা উচিত। আরও কিছু লিখতে হবে টি-শার্টে।
১. ঘেষবেন না, আমি আপনার মা বোন নই
২. তফাত যাও।
৩. নারী -নির্যাতন বন্ধ করো।
৪. আমরা তোমার সহযাত্রী, আমরা খাদ্য নই।
৫. বর্বরতা দূর করো। সভ্য সমাজ গড়ে তোলো।
৬. পুরুষতন্ত্র বিদেয় করো, বিবেকবান মানুষ গড়।
৭. পশুর কাছে ধর্ষণ না করা শেখ।
৮. ধর্ষণমুক্ত সমাজ চাই।
৯. নারীবিদ্বেষ আর নয়।
১০. নারীর সমানাধিকার ছাড়া সমাজ সভ্য হয় না।
১১। আমি আপনার স্ত্রী নই, প্রেমিকাও নই। দূরত্ব বজায় রাখুন।
১২। আমাকে বাধ্য করবেন না আপনাকে ঘৃণা করতে।
১৩। নারীবিদ্বেষী হওয়ায় কৃতিত্ব নেই, বোধবুদ্ধিসম্পন্ন মানুষ হন।