
বেগম জিয়ার মুক্তির দাবীতে বিএনপি দলগত এবং জোটগতভাবে আন্দোলন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার (৮ মার্চ) রাতে গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।
সুচিকিৎসার স্বার্থে অবিলম্বে তার মুক্তি দাবি করছি। এই দাবিতে ২০ দল ও জোটের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচী পালন করবে। ২০ দল ও জাতীয় ঐক্য পাশাপাশি কাজ করবে।’