রোহিঙ্গাদের জন্য কাঁদলেন গিগি হাদিদ

ভ্যারাইটি ম্যাগাজিনের ‘পাওয়ার অব ওম্যান’ সম্মাননা মঞ্চে রোববার কেঁদে ফেললেন যুক্তরাষ্ট্র-ফিলিস্তিনি মডেল গিগি হাদিদ। তিনি বর্ণনা করেন মিয়ানমার বাহিনীর নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশার কথা।
২৩ বছর বয়সী এই সুপারমডেলকে নামি-দামি ফ্যাশন র্যাম্পে নিয়মিতই হাঁটতে দেখা যায়। এ ছাড়া ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করছেন তিনি।
আরব নিউজ জানায়, ‘পাওয়ার অব ওম্যান’ ইভেন্টটি অনুষ্ঠিত হয় নিউইয়র্কে। এই আয়োজনে আরও সম্মাননা দেওয়া হয় বেটি মিডলার, তারাজি পি হ্যানসন, ক্যাসি মুসগ্রাভেস ও ক্রিস্টিয়ানে আমানপৌরকে।
ওই সময় দর্শক সারিতে আরও ছিলেন গিগির বোন বেলা। গিগি জানান, রোহিঙ্গা নারী ও কিশোরীদের অবস্থা নরকের চেয়েও খারাপ। তাদের উন্নত জীবনের জন্য শিক্ষা দরকার।
“রোহিঙ্গা ক্যাম্পে ভ্রমণের আমি ঘরে ফিরেছি, আর তারা এখনো সেখানেই আছে।” এ কথা বলতে বলতে কেঁদে ফেলেন গিগি।
অনেকে রোহিঙ্গাদের জন্য অনুদান পাঠাচ্ছেন বলে জানান গিগি। এর মাধ্যমে তাদের জীবন বেঁচে যাবে বলে উল্লেখ করেন। সঙ্গে গিগি জানান, রোহিঙ্গা শুধু এই সাহায্যই চান না। তারা অন্যদের মতো মানুষ। তারা নাগরিকত্ব চান, পরিচয় চান। তারা নিজের কথা অন্যদের শোনাতে চান।
এ ছাড়া সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ও নেতিবাচক ব্যবহার সম্পর্কে নিজের বক্তব্য তোলে ধরেন এই মডেল।
সূত্রঃ দেশ রূপান্তর