
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের ৩৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি দীপক শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহর লাল রায়ের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা জিএম জিলানী শুভ।
ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী সম্মেলনের উদ্বোধনী সমাবেশে যোগ দেয়। সম্মেলনের শ্লোগান ছিল “সামনে নতুন সূর্যালোক, পাড়ি দিতে হবে সিন্ধু। এসো অন্ধকারকে ভাঙি আজ, স্লোগান ধরি বন্ধু।”
সমাবেশ শেষে একটি বিশাল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। আগামীকাল (১৬ এপ্রিল) সংগঠনটির মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।